Bangla24X7 Desk : আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। দলের পর এবার বিদ্যুৎ দপ্তরের চাকরি থেকেও সাসপেন্ডেড প্রাক্তন যুব তৃণমূল নেতা। সাসপেনশনের পরই শুরু বিভাগীয় তদন্ত। হুগলির মগরার সন্ধ্যাবাজারের বিদ্যুৎ দপ্তরে কাজ করতেন। উল্লেখ্য, কর্মরত অবস্থায় বাবার মৃত্যুর পর ওই চাকরিই পেয়েছিলেন শান্তনু। বুধবার তাঁকে সাসপেন্ড করার কথা জানানো হল, রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে দেওয়া নোটিসে। এরপর তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী ৭২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে থাকলে তাঁকে সাসপেন্ড করা হয়। সেই নিয়ম অনুযায়ীই সাসপেন্ড করা হয়েছে শান্তনুকে।

জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর শান্তনু বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ দফতরে চাকরি পেয়েছিলেন। এরপর ২০১৮ সালে তারকেশ্বর থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। তারপরও চাকরি করতেন বিদ্যুৎ দফতরে। শান্তনুর সেই সরকারি চাকরি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তুলেছেন বিরোধীরা। এবার সেই চাকরি থেকেই সাসপেন্ড করা হল তাঁকে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘আমরা আগেই এই নিয়ে প্রশ্ন তুলেছিলাম,ডেপুটেশন দিয়েছিলাম। সরকার এখন তদন্ত করে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে চাইছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *