Bangla24x7 Desk : আলোচনার জন্য আজ বুধবার ১২-১৫ জন প্রতিনিধিকে সন্ধে ৬টার সময় নবান্নে যেতে বলা হয়েছে। গতকাল আন্দোলনরত ডাক্তারদের আলোচনায় আসার আহ্বান জানিয়ে ইমেল করেছিলেম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু বরফ গলেনি। চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, ইমেলের ভাষা অপমানজনক। যার অপসারণ দাবি করা হচ্ছে সেই আধিকারিকের থেকে ইমেল কোনওভাবেই আলোচনার ভিত্তি হতে পারে না। ‘সুপ্রিম’ নির্দেশের কথা মনে করিয়ে আন্দোলনরত চিকিৎসকদের চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আলোচনার পথ খোলা রেখেও ডাক্তারদের আবারও কাজে ফেরার আবেদন জানানো হল সেই চিঠিতে। এদিকে স্বাস্থ্যশিক্ষা কৌস্তভ নায়েক, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।
মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল জুনিয়র চিকিৎসকদের কাছে। কিন্তু পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত তাঁরা এখনও আন্দোলনেই অনড়। এমতাবস্থায় মুখ্যসচিবের ডাক যে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁরা এদিন ভোর বেলা ৩টে ৪৯ মিনিটে চিঠি পাঠিয়ে ছিলেন নবান্নে। তারই উত্তর এল এদিন দুপুর ৩টে বেজে ২১ মিনিটে। নবান্ন থেকে ইমেল পাওয়ার পর স্বাস্থ্য ভবনের বাইরে বৈঠকে বসেছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সরকারের তরফে নতুন করে আলোচনার জন্য আহ্বান পাওয়ার পর, কী হবে তাঁদের পরবর্তী পদক্ষেপ, সেই নিয়ে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সন্ধ্যায় নবান্নের বৈঠকে যাবেন তাঁরা? আপাতত সেই উত্তরের অপেক্ষা। বুধবার সকাল থেকেই বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারকে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের সমর্থনে পাশে দাঁড়াতে। বিকেলে সেই সিনিয়র ডাক্তারদের সংখ্যা আরও বেড়েছে।
তাতেই জানালেন রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনে বসতে রাজি আছেন। আসতে পারেন সন্ধ্যা ৬টার মধ্যে। তবে আসতে পারেন ১২ থেকে ১৫ জন চিকিৎসকের দল। যদিও জুনিয়র চিকিৎসকেরা ৩০ জন যেতে চেয়েছিলেন। তবে এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশা করছেন মুখ্যসচিব। জুনিয়র চিকিৎসকদের থেকে ইতিবাচক সাড়া পেতে পারেন বলেই মত তাঁর। মুখ্যসচিবের পাঠানো ওই ইমেলে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩২ দিন ধরে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট তাঁদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যসচিব পন্থ।