Bangla24x7 Desk : Education System : পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরল পাশ-ফেল ! ফিরবে পড়াশোনার হাল ? তাহলে ফিরবে পড়াশোনার হাল ? কেননা শিক্ষার স্বার্থে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা। অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পাশ-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার ঘোষণা কেন্দ্রের। তবে সব শ্রেণিতে নয়। কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে।
পড়াশোনার সুযোগ তৈরি করতে অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা। ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে দু’মাসের মধ্য সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও শিশুকে কোনও স্কুল থেকে বহিষ্কার করা হবে না।
Education System : পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরল পাশ-ফেল ! ফিরবে পড়াশোনার হাল ?
Read More : Morning Walk : ওজন কমাতে রোজ হাঁটাহাঁটি করেন ? কিন্তু ‘এইভাবে’ হাঁটুন ! ভ্যানিশ হবে সুগার-কোলেস্টেরল!
অনেক ক্ষেত্রে দেখা যায়, পড়ুয়ারা অকৃতকার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায়। শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিৎ নয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের উপর বাড়তি নজর দিতে হবে শিক্ষকদের। প্রয়োজনে অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা। ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে দু’মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।