Bangla24x7 Desk : গরু পাচারকাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ জেনারুল শেখ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জে। সূত্রের খবর, রবিবারই তাঁকে আদালতে তোলা হতে পারে।
সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরুপাচারের অভিযোগ উঠেছে জেনারুল শেখের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি খাতায় কোনও রকম হিসেব না দেখিয়েই ওই সীমান্ত বিএসএফ-এর একাংশের সহযোগিতায় ওই গরুগুলিকে পাচার করা হত বলে খবর। আর এই কাজে এনামুলের সঙ্গে যোগসূত্র ছিল তাঁর।
উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে শনিবার আবদুল বারিক ঘনিষ্ঠ সঞ্জয় মালিককে সাত দিনের হেফাজতে নেয় সিআইডি।কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই সিআইডি-র হাতে গ্রেফতার হয়েছেন সঞ্জয় মালিক। এরপর গরু পাচারেও নাম জড়িয়েছে তাঁর।২০১৯ সালে জলঙ্গি থানা এলাকায় গরু পাচারের ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নামে একটি মামলা দায়ের হয়। সেই ঘটনায় এ দিন সকালে বসিরহাট জেলা পুলিশ তাঁকে মুর্শিদাবাদ আদালতে হাজির করে। এরপর তোলা হয় সিজিএম আদালতে। পরবর্তীতে গরু পাচারকাণ্ডে তদন্তের স্বার্থে সিআইডি তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। পরে সাতদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি সিজিএম অপর্ণা চৌধুরী।