Bangla24x7 Desk : জল্পনার অবসান। বুধবার মুখোমুখি হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এদিন বিধানসভায় একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমন্ত্রণ দানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। গুঞ্জন চলছিল মমতা-শুভেন্দুর ফের সাক্ষাৎ নিয়ে। কিন্তু, সমস্ত জল্পনায় জল ঢেলে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না।

এদিন সকালে একটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “তথ্য কমিশনার আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছে। কে ওই চেয়ারে বসবেন তা ঠিক করা হয়ে গিয়েছে। অতএই এই বৈঠক নামমাত্র ডাকা হয়েছে। ফলে আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। সংশ্লিষ্ট আবেদন নির্দেশিকা লঙ্ঘন করেছে। পূর্ব-নির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে।” এখানেই শেষ নয়, এদিনের বৈঠককে ‘প্রহসনমূলক প্রক্রিয়া’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ছয় মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি খালি রয়েছে। চলতি বছর ১৫ জন এই পদের জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে চার জন বয়সজনিত কারণে বাদ গিয়েছেন। তথ্য কমিশনার হওয়ার দৌড়ে রয়েছেন একাধিক প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা। প্রসঙ্গত, গত বছরও মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, সে বারও বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *