Bangla24x7 Desk : বর্ষাকালেও হাত-পায়ে ট্যান ! আপনার হেঁশেলের এই উপাদানেই হবে ম্যাজিক ! হাত-পা থেকে ট্যান তোলার জন্য বাজারে বিভিন্ন ধরনের ট্যান রিমুভাল প্যাক পাওয়া যায়। তবে, সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া পড়ার ভয়ও থাকে। এর চেয়ে ঘরোয়া টোটকার সাহায্য নিন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক দিয়ে হাত-পায়ের ট্যান তুলুন।
১. লেবু ও মধুর ফেসপ্যাক : লেবুর মধ্যে থাকা ব্লিচিং উপাদান ত্বক থেকে ট্যান তুলতে এবং দাগছোপ পরিষ্কার করতে সাহায্য করে। অন্যদিকে, মধু ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং ত্বককে ময়েশ্চারাইজ রাখে। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
২. পাকা পেঁপে ও মুলতানি মাটির ফেসপ্যাক : মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়। কমায় ব্রণর সমস্যা। অন্যদিকে, পেঁপে ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। কয়েক টুকরো পাকা পেঁপে ম্যাশ করে নিন। এর সঙ্গে মুলতানি মাটি দিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩. টমেটোর ফেসপ্যাক : ত্বক থেকে ট্যান তুলতে ভীষণ উপযোগী টমেটো। টমেটোর পেস্টের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখতে পারেন। টমেটো ট্যান পরিষ্কারের পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতেও কার্যকর। নিয়মিত ত্বকে টমেটো মাখলে ত্বকের একাধিক সমস্যা কমে যাবে।
৪. হলুদ ও টক দইয়ের ফেসপ্যাক : ব্রণ থেকে দাগছোপ—ত্বকের হাজারো সমস্যার সমাধান রয়েছে হলুদের কাছে। হলুদ সান ট্যান পরিষ্কারের পাশাপাশি দাগছোপ দূর করতেও সাহায্য করে। অন্যদিকে, টক দই ত্বককে এক্সফোলিয়েট করে। পাশাপাশি ত্বককে ময়েশ্চারাইজড রাখে। ২ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। এতে মধুও যোগ করতে পারেন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।