Bangla24x7 Desk : ছ’মাস জেলবন্দি থাকার পরে অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সুপ্রিমো। সিবিআই-এর দায়ের করা দিল্লির আবগারি নীতি ‘কেলেঙ্কারি’ মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ। গত ৫ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ এবং সিবিআইয়ের দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরীবাল। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিবালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট। এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে, তাই আপ প্রধানের জামিন মঞ্জুর করল আদালত।
কেজরীবাল জামিনে জেলের বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কাকে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। সেই স্থগিতাদেশ চলাকালীনই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই।
দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিতে গিয়ে সিবিআইকে তোপ দেগেছে শীর্ষ আদালত। তদন্তের স্বচ্ছতা থেকে গ্রেপ্তারির অতি সক্রিয়তা- একাধিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের কথায়, সিবিআইয়ের গ্রেপ্তারি বৈধ হলেও জামিনের শর্ত পূরণ করেছেন কেজরি। তদন্তের স্বার্থে গ্রেপ্তারির নামে হেনস্তা করা যায় না। শীর্ষ আদালতের প্রশ্ন, নিম্ন আদালতে ইডি মামলায় জামিন পেয়েছিলেন কেজরি। তার আগে ২২ মাস কেন কেজরিকে গ্রেপ্তার করেনি সিবিআই ? গ্রেপ্তারির নেপথ্যে উপযুক্ত যুক্তি দেখাতে পারেনি সিবিআই। ইডির হেফাজতে থাকাকালীনই, ২৬ জুন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। ১২ জুলাই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কেজরীবাল।