Bangla24x7 Desk : স্মার্টফোন তো প্রায় সবাই ব্যবহার করেন। অনেকেই জানেন বেশ কিছু অ্যাপ আছে যেগুলি ব্যবহার করলে দ্রুত শেষ হয় চার্জ। ফলত প্রায় সকলেই সেগুলি এড়িয়ে চলেন। কিন্তু জানেন কি ফেসবুক ইচ্ছাকৃতভাবে শেষ করে দেয় ফোনের ব্যাটারি! অন্তত এমনটাই দাবি ফেসবুকের এক প্রাক্তন কর্মীর। বিষয়টা ঠিক কী ?
একটা সময়ে জুকারবার্গের ফেসবুকে কাজ করতেন জর্জ হেওয়ার্ড। ডেটা সাইন্টিস্ট হিসেবে কাজ করতেন তিনি। তাঁর দাবি, ফেসবুক ও মেসেঞ্জার চাইলেই ব্যবহারকারীর মোবাইলের চার্জ শেষ করে দিতে পারে। তবে মূলত নিজেদের অ্যাপের বেশ কিছু ফিচার ব্যাবহারের সময়ে এ কাজ করে। যেমন ছবি আপলোড কতটা দ্রুত হচ্ছে তা পরীক্ষা করার সময় দ্রুত শেষ করা হয় ব্যাটারি। এই পদ্ধতিকে বলা হয় নেগেটিভ টেস্টিং।
ওই যুবকের দাবি, তিনি এই বিষয়টি ঠিক নয় বলে সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছিলেন। কারণ, এতে কোনও ব্যবহারকারীর ক্ষতি হতে পারে। কিন্তু সংস্থা তাতে আমল দেয়নি বলেই দাবি হেওয়ার্ডের। তিনি আরও দাবি করেন, নেগেটিভ টেস্টিংয়ে অংশ নিতে রাজি না হওয়ার কারণেই নাকি চাকরি হারাতে হয়েছিল তাঁকে।