Bangla24x7 Desk : আগুনের গ্রাসে পুণের বিখ্যাত একটি হোটেল। এই হোটেলের একতলাতেই ভারতীয় ক্রিকেটার জাহির খানের একটি রেস্তরাঁ রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ন’টা নাগাদ হোটেলে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, দিল্লির একটি কারখানায় আগুন লেগে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আপাতত সেখানে আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনী।
পুণের লুল্লা নগর এলাকার বিখ্যাত একটি হোটেলে মঙ্গলবার সকালে আগুন লেগে যায়। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা যায়, এই হোটেলের এক তলাতেই রয়েছে জাহির খানের রেস্তরাঁ। হোটলের চার তলায় প্রথম আগুন লাগে। গোটা হোটেলটি কাচের দেওয়ালে মোড়া রয়েছে। তার ফলে হোটলের ভিতরেই ধোঁয়া আটকে প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু অভিজাত হোটেলে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।