Bangla24x7 Desk : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আতঙ্কের নাম ‘সিত্রাং’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দীপাবলির দিন অর্থাৎ আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়তে পারে বঙ্গে। তার মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কালীপুজো ও দীপাবলিতে সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল। এই মুহূর্তে যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যে কাজে যোগ দিতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন , সব ছুটি বাতিল করে আগামীকাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন।

হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা-বাংলাদেশের উপকূল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’। ফলে কালীপুজোর পরদিন রাজ্যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা তৈরি হল। ফের একবার সর্বস্ব হারানোর আশঙ্কায় ভুগছে উপকূলের বাসিন্দারা। ‘সিত্রাং’য়ের প্রত‌্যক্ষ প্রভাব যদি বঙ্গে পড়ে, সেক্ষেত্রে মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তাও ঠিক রাখতে বলা হয়েছে। দুর্যোগের মোকাবিলা করতে আগেভাগেই কোমর বাঁধছে নবান্ন। এদিন ছুটি বাতিলের বিজ্ঞপ্তি তারই প্রমাণ। মুখ্যমন্ত্রী জানবাজারে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বলেন , ”আকাশের দিকে তাকাতে হচ্ছে, যেভাবে ফোরকাস্ট হচ্ছে। কালীপুজো খুব বৃষ্টি হবে। সব কর্মীদের ছুটি বাতিল। আগামিকাল অফিসারদের নিয়ে বৈঠক আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *