Bangla24x7 Desk : দেউচা-পাঁচামিতে জমিদাতাদের চাকরির নিয়োগপত্র দিলেন ফিরহাদ , যেসব জমিদাতাদের এখনও ১৮ বছর হয়নি অর্থাৎ নাবালক, তাঁদের এক বছরের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে। শনিবার সেই কথা অনুযায়ী ৫৪ জন নাবালকের হাতেও আর্থিক সাহায্য তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম দেউচা-পাঁচামি কয়লা প্রকল্পে জমিদাতাদের আরও এক দফায় চাকরি দেওয়া হল সরকারের তরফে।
শনিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সিউড়িতে গিয়ে জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এর মধ্যে ২৩৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান মঞ্চে ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়। দীপাবলির আগে প্রতিশ্রুতি অনুযায়ী আরও এক দফায় তাঁদের হাতে তুলে দেওয়া হল পুনর্বাসন। জমিদাতাদের ২৩৮ জন পেলেন গ্রুপ ডি পদের নিয়োগপত্র। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পুনর্বাসন প্যাকেজে আরও সংস্কার করেন।
প্রসঙ্গত , এশিয়ার বৃহত্তম কয়লা খনি হিসেবে গড়ে তোলা হচ্ছে মহম্মদবাজারের দেউচা-পাঁচামি এলাকাকে। রাজ্য সরকারের উদ্যোগে কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে সরকার আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করায় কাজে কোনও বাধা আসেনি। এই খনি তৈরি হলে অনুসারী প্রচুর শিল্পও গড়ে উঠবে। ব্যাপক কর্মসংস্থানের আশা রয়েছে। এছাড়া এই মুহূর্তে স্রেফ জমি দেওয়ার বদলে যে সরকারি সুবিধা পাওয়া যাচ্ছে, তাতে খুশি এলাকাবাসী।