Bangla24x7 Desk : ৩৫ বছরের মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানের জয়পুর স্টেশনের কাছে রেল লাইনের ধারে ওই মহিলার উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। প্রায় ২ ঘণ্টা ধরে মহিলার উপর নির্যাতন করে পাঁচ ব্যক্তি। তার পর তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। এর পর আহত অবস্থায় জয়পুর স্টেশনে পৌঁছয় নির্যাতিতা মহিলা। তার পর জিআরপি-র কাছে অভিযোগ দায়ের করে। রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত তাঁর উপর অত্যাচার চালানো হয়েছে বলে পুলিশে করা অভিযোগে জানিয়েছেন ওই মহিলা।
নির্যাতিতা মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী জয়পুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। দিল্লিগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। দিল্লি থেকে ত্রিপুরা যাওয়ার কথা ছিল তাঁদের। ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী মত্ত অবস্থায় ছিলেন। তাই খিদে পাওয়ায় তিনি স্টেশনের বাইরে খাবার কিনতে গিয়েছিলেন। রেস্তোরাঁ থেকে খাবার কিনে বেরনোর সময় পাঁচ ব্যক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ ওই মহিলার।
তাঁরা তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করতে চান। কিন্তু মহিলা তাতে রাজি না হওয়ায়, এক ব্য়ক্তি মুখ চেপে ধরেন এবং বাকিরা মিলে রেললাইনের ধারে নিয়ে যায়। সেখানেই অভিযুক্তরা তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় ২ ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মহিলার। তার পর পালিয়ে যায় অভিযুক্তরা। রেললাইনের ধারে অত্যাচারের সময় সেখানে পড়ে থাকা পাথরে মহিলার দেহের বিভিন্ন অংশে কেটে গিয়েছে।