Bangla24x7 Desk : কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী রোহিঙ্গাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে বুধবার টুইট করে জানিয়েছিলেন। টুইটের সেই ঘোষণাকে নস্যাৎ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী এই মর্মে কোনও নির্দেশ দেয়নি বলেও জানিয়েছে অমিত শাহের মন্ত্রক। মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের থাকার জন্য নয়াদিল্লিতে কোনও ফ্ল্যাটের ব্যবস্থা করছে না কেন্দ্রীয় সরকার। বুধবার টুইট করে এ কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই টুইটে রোহিঙ্গাদের ‘অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী’ বলা হয়েছে। পাশাপাশি দিল্লিতে যেখানে এখন রোহিঙ্গারা থাকছেন, সেই জায়গায় ডিটেনশন ক্যাম্প বানানোরও নির্দেশ দিল্লি সরকারকে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বুধবার করা একটি টুইটে হরদীপ সিং পুরী লিখেছেন, “ভারতে এসে যে শরণার্থীরা আশ্রয় চান, ভারত তাঁদের স্বাগত জানায়। শরণার্থীদের নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বক্করওয়ালা এলাকায় EWS ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে রোহিঙ্গা শরণার্থীদের। সেখানে বসবাসের মৌলিক সব সুবিধা থাকবে। পাশাপাশি দিল্লি পুলিশ তাঁদের নিরাপত্তার ব্যবস্থাও করবে।” দিল্লির প্রান্তে তাঁবু খাটিয়ে প্রায় ১ হাজার ১০০ জন রোহিঙ্গা রয়েছেন বলে জানা গিয়েছে। এই খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।