Bangla24x7 Desk : Folk Culture : পশ্চিমী সংস্কৃতির দাপট ! প্রাচীনতার শিকড় ছিঁড়ে ক্রমশ অবলুপ্তির পথে বাংলার লোকসংস্কৃতি। বনবিবির পালা , বাউল ফকিরের গান , ভাটিয়ালি সুরে সুরমূর্ছনা আবার কবিয়ালদের গান – আপনি এসব শুনেছেন কখনও ? কথাটা গ্রামবাংলা অথবা শহরাঞ্চলের নয় ! আপনি যদি পুরানো আমলের লোক হন তাহলে হয়তো আপনি এগুলো শুনে থাকবেন বা দেখে থাকবেন। তবে আপনি যদি এই যুগের অর্থাৎ এই হাল ফ্যাশানের আমলের কেউ হন তাহলে আপনার তো জানার কথাই নয় – কেননা আজ তো এগুলো বিলুপ্তপ্রায়। প্রাচীনতার শিকড় ছিঁড়ে ক্রমশ অবলুপ্তির পথে লোকসংস্কৃতি। আসলে এখন তো নবপ্রজন্মের একাংশ পশ্চিমী সংস্কৃতি , চটুল হিন্দি গান , স্বল্পবসনা নারীদের তীব্র উত্তেজনাপূর্ণ নৃত্যশৈলীতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ছে। যার ফলস্বরূপ পানশালা , নাইট ক্লাব গুলিতে রঙিন জলের ফোয়ারা , সাথে চোখধাঁধানো বিনোদনের মোহে পড়েছে অনেকেই।
বাংলা তো বটেই , বিশেষত দক্ষিণ ২৪ পরগণার লোকসংস্কৃতির প্রবাহমান ধারা আজ শুকিয়ে গেছে। আচ্ছা আপনি একটা সাধারণ বিষয় ভাবুন , অতীতে দুর্গাপূজার সময়ে বনেদি বাড়ির দালানে ঘটে যেত একেবারে হইহই কাণ্ড। বনবিবির পালা , মনসামঙ্গল কাহিনী কিংবা কবিয়ালদের লড়াই – দাপিয়ে বেড়াত বনেদি বাড়ির দুর্গা দালানে। তবে আজ সেসব কিছুই অতীত। এখন তো দুর্গাপূজার দিনগুলিতে ভিড় হয় ঠিকই , তবে সেগুলি পানশালা , নাইট ক্লাব গুলিতে। চলতে থাকে রাত্রিকালীন চোখধাঁধানো বিনোদন , সঙ্গে উশৃঙ্খল জীবনযাপন। অবলুপ্তির পথে লোকসংস্কৃতি। আপনি তো এই কথা অস্বীকার করতে পারবেন না যে , ভাটিয়ালি জাদুতে আছে দুই বাংলার নাড়ির টান , ভাটিয়ালি গানে মিশে রয়েছে মাটি আর শিকড়ের টান।
Folk Culture : পশ্চিমী সংস্কৃতির দাপট ! প্রাচীনতার শিকড় ছিঁড়ে ক্রমশ অবলুপ্তির পথে বাংলার লোকসংস্কৃতি
Read More : Ras Utsav 2024 : আপনি ডায়মন্ড হারবারের বাসিন্দা ? শহরের এই রাসমেলার সম্পর্কে আদৌ জানেন তো ?
ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এখন গঙ্গার জলে বিসর্জন দিয়ে সমাজের একাংশ মেতে উঠছে পশ্চিমী সংস্কৃতিতে , ভাটিয়ালি গানের বদলে এখন চটুল হিন্দি গানের সুরে গলা মেলানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। আসলে আকণ্ঠ সুরাপানের সাথে যোগ দিয়েছে নতুন সুরের নেশায়। অবলুপ্তির পথে লোকসংস্কৃতি। অতীতে বারুইপুরের রাসমেলা , জয়নগরের জাতের মেলা সহ তালডাঙার গাজী সাহেবের মেলা সহ মথুরাপুর অঞ্চলের খাড়ি গ্রামের বনবিবির মেলা – যুগবদলের ফলে আজ এইসব উৎসবও কত পাল্টে গিয়েছে। আসলে উদার অর্থনীতির ঢেউ, নব বিশ্বায়নের ফলে আজ সবকিছুই পরিবর্তনশীল। আসলে নব বিশ্বায়নের ঢেউয়ের হাত থেকে শহর , গ্রাম বা সংলগ্ন অঞ্চলের মুক্তি পাওয়া আর আদৌ সম্ভব নয়। তবে সাবেকি চিন্তাধারার কিছু মানুষের কাছে পুরানো সংস্কৃতিকে ঋদ্ধ হোক তাঁদের নিজস্ব জন্মভূমি।