Bangla24x7 Desk : Football Utsav : দেশীয়দের সাথে নাইজেরিয়ানদের বল দখলের লড়াই , ডায়মন্ড হারবারে মাঠ কাঁপাবেন প্রাক্তন ‘মোহনবাগানী’ ব্যারাটো। শহরের রাজপথে ভিড় কচিকাঁচাদের , কোথাও ক্যারাটে কোচিং , কোথাও বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আবার কোথাও ব্যান্ডের তালে তালে মাথা দোলাচ্ছে ছোটা ভীম , মোটু পাতলু সহ বিভিন্ন কার্টুন ম্যাসকর্ট। পায়ে পায়ে পা মিলিয়েছে রণপা। বিজয়ী ও বিজিত ট্রফির আত্মপ্রকাশ , একটা রঙিন বিনোদনের আবহে শোভাযাত্রা – ডায়মন্ড হারবার শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা পৌঁছেছে নেতাজী স্টেডিয়ামে। কেননা এটাই ছিল ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের আয়োজনে বহু প্রতীক্ষিত আলিঙ্গন কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব।
শহরের অন্যতম ক্রীড়া সংগঠক আলিঙ্গন ক্লাব , ডায়মন্ড হারবারে আলিঙ্গন ক্লাবের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আলিঙ্গন কাপ এবার ৩২ তম পর্ব। বিভিন্ন অ্যাথালিটস , পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র , টাউন ক্লাব সহ স্থানীয় ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে শহর প্রদক্ষিণ করে জমজমাট শোভাযাত্রা। তবে এবার আর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার দিন মেগা ফাইনাল নয় , পরিবর্তিত টুর্নামেন্টের দিনক্ষণ। আগামী বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা – ক্রীড়াপ্রেমী যুব সম্প্রদায়ের একাংশই পরীক্ষার্থী ! পরীক্ষার্থীদের স্বার্থেই টুর্নামেন্টের দিনক্ষণ পরিবর্তিত করেছেন আলিঙ্গন ক্লাব।
Football Utsav : দেশীয়দের সাথে নাইজেরিয়ানদের বল দখলের লড়াই , ডায়মন্ড হারবারে মাঠ কাঁপাবেন প্রাক্তন ‘মোহনবাগানী’ ব্যারাটো
Read More : Tourism : চাই পর্যটনের রসনাতৃপ্তি ! স্বাগত জানাবে রয়্যাল বেঙ্গল ! শীতের আমেজে হাতছানি ডায়মন্ড হারবারের
প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় , অতিরিক্ত ২ জন – ৬ , ৭ ও ৮ ডিসেম্বর – ৩ দিন ব্যাপী জমজমাট নকআউট পর্বের এই ফুটবল উৎসবে নাইজেরিয়ান খেলোয়াড়দের পায়ের জাদু – মাঠের সবুজ গালিচায় দেশীয় খেলোয়াড়দের সাথে নাইজেরিয়ানদের বল দখলের লড়াই , শীতের মিঠে আমেজ গায়ে মেখে ইতিমধ্যেই ফুটবল বিনোদন চুটিয়ে উপভোগ করতে নেমে পড়েছেন শহরের ক্রীড়াপ্রেমী সম্প্রদায়। ডায়মন্ড হারবার শহরে ফুটবল টুর্নামেন্ট তো হামেশাই আয়োজিত হয় – কিন্তু আলিঙ্গন কাপ ফুটবল টুর্নামেন্ট ডায়মন্ড হারবার সহ সংলগ্ন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের মনে আলাদা উন্মাদনা বয়ে আনে। শহরের অন্যতম ক্রীড়া সংগঠক আলিঙ্গন ক্লাব , ডায়মন্ড হারবারে আলিঙ্গন ক্লাবের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আলিঙ্গন কাপ এবার ৩২ তম পর্ব। বিভিন্ন অ্যাথালিটস , পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র , টাউন ক্লাব সহ স্থানীয় ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে শহর প্রদক্ষিণ করে জমজমাট শোভাযাত্রা। তবে এবার আর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার দিন মেগা ফাইনাল নয় , পরিবর্তিত টুর্নামেন্টের দিনক্ষণ। আগামী বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা – ক্রীড়াপ্রেমী যুব সম্প্রদায়ের একাংশই পরীক্ষার্থী ! পরীক্ষার্থীদের স্বার্থেই টুর্নামেন্টের দিনক্ষণ পরিবর্তিত করেছেন আলিঙ্গন ক্লাব।