Bangla24x7 Desk : ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, মঙ্গলবারই জেলে গিয়ে অর্পিতাকে জেরা করে ইডি। সেই জেরা থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

১৮ আগস্ট ফের আদালতে তোলা হবে এসএসসি কাণ্ডে ধৃত পার্থ এবং অর্পিতাকে। তার আগে এদিন জেরা করে দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য বের করে আনতে চাইছে ইডি কর্তারা। আদালতে তাঁরা আগেই জানিয়েছিল, জেলে গিয়ে পার্থ এবং অর্পিতাকে জেরা করা হবে। সেই মতো এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ প্রেসিডেন্সি জেলে ঢোকেন ইডি কর্তারা।

ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ মিলেছে ‘অপা’র। নামে-বেনামে বহু সম্পত্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতার বেলঘরিয়া ও ডায়মন্ড সিটি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এত নগদ টাকার উৎসের নেপথ্যে কি এসএসসি দুর্নীতি? সেই উত্তরই সোজাসুজি পেতে চাইছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার আবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করার কথা রয়েছে। তার আগে আঁটঘাঁট বেঁধে নিতে চাইছেন তদন্তকারীরা। আদালতে যাতে যথেষ্ট তথ্য প্রমাণ পেশ করতে চাইছেন তদন্তকারীরা। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। প্রথম দিকে অর্পিতার কাছ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাচ্ছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই চলছিল তল্লাশি। এবারে উদ্ধার হওয়া টাকার উৎস জানতে তৎপর তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *