Bangla24x7 Desk : অবশেষে প্রতীক্ষার অবসান। তৃণমূল কর্মীদের আবেগের নতুন তৃণমূল ভবনের ভিত পুজো হতে চলেছে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসেই। এই মুহূর্তে পূর্ব কলকাতার মেট্রোপলিটানে একটি বাড়ি ভাড়া নিয়ে চলছে কাজ। সেখানে গৃহপ্রবেশ সেরে দলের কোর কমিটির বৈঠকও করে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে দলের নেতাদের সঙ্গে কর্মীদের সাক্ষাৎ, সবটাই এখন চলছে সেখানে। এর পাশাপাশি পুরনো ভবনের জায়গায় ভিত মজবুত করার জন্য বেশ কিছুদিন সময় নিয়ে হয়েছে মাটি পরীক্ষা।
তপসিয়ায় দলের পুরনো ভবনের জায়গাতেই মাথা তুলবে নতুন বাড়ি। ২০২১-এর বিধানসভা ভোটে জিতে এসে দলের পুরনো সদর দপ্তর ভেঙে সেই জায়গাতেই নতুন ভবন তৈরির সিদ্ধান্ত হয়। প্রথম দফায় বেসরকারি সংস্থাকে দিয়ে নতুন ভবন তৈরির ভাবনা থাকলেও পরের দিকে মমতা এই দায়িত্ব দেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। নতুন বছরের প্রথম দিন সকাল ১০টায় তারই ভিত পুজো হওয়ার কথা। থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব।