Bangla24x7 Desk : সামনে ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে নয় রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। এই আবহে চলতি আর্থিক বছরের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে মধ্যবিত্তের জন্য একাধিক চমক।

১. ভোটমুখী কর্নাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে ৫,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য। ঘোষণা নির্মলার।

২. ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য। জানালেন নির্মলা সীতারামন।

৩. প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা।

৪. পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। নির্মলার কথায়, ‘‘সাতটি বিশেষ লক্ষ্য এই বাজেটের। তাই এই বাজেটকে ‘সপ্তর্ষি’ হিসাবে দেখছি আমরা।’’

৫. ওষুধ উৎপাদনে গবেষণায় জোর দেওয়া হবে। ঘোষণা করলেন নির্মলা সীতারামন। দেশ জুড়ে ১৫৭ নতুন নার্সিং কলেজ।

৬. ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। তৈরি হবে ডেটাবেস। এতে কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন। নজর রাখবে সরকার।

৭. হস্তশিল্পের জন্য নয়া প্রকল্প আনা হচ্ছে। নাম হবে ‘পিএম বিকাশ’। বাজেটে পেশে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এই শিল্পসামগ্রীর বিক্রির ব্যবস্থা করবে সরকার। এর ফলে উপকৃত হবেন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষরা।

৮. কৃষকরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হন, তার জন্য খরচ করা হবে। কৃষক, শিল্প সংস্থা এবং সরকারের মধ্যে মেলবন্ধন থাকবে।

৯. ‘‘দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে।’’

১০. বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার। সেনসেক্সে লাফ, নিফটির সূচকও ঊর্ধ্বমুখী বুধবার। কী কী ঘোষণা করেন সে দিকে তাকিয়ে সবাই।

১১. নির্মলা বলেন, ‘‘গত বাজেটে ভিত্তি করে এই বাজেট। বললেন নির্মলা সীতারামন। সারা বিশ্ব উজ্জ্বল অর্থনীতির দেশ হিসাবে ভারতকে দেখে।’’

১২. ”আমরা করোনার সময় নজর দিয়েছি, দেশের কেউ যেন অভুক্ত না থাকে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *