Bangla24x7 Desk : পেটের ক্যানসার ভয়ঙ্কর আকার ধারণ করছে ! এই ৫ লক্ষ্মণ দেখলেই সাবধান ! পেটের ক্যানসার গ্যাসট্রোএসোফেগল জংশন থেকেই শুরু হয়ে থাকে ৷ যাকে সোজা কথায় খাদ্যনালী বলা হয়ে থাকে, খাদ্যনালী অর্থাৎ খাবার পরে যেখান দিয়ে খাবারগুলি প্রবাহিত হয়ে থাকে ৷ পেটের যখন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় ঠিক সেই সময়েই খাবার দাবার সহজে হজম হয়না ৷ পেটের ক্যানসার যেকোনও স্থানেই হতে পারে ৷ হঠাৎ করে নানান ধরনের আচরণ করছে শরীর ৷ পেটের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্চে কোনও ভাবেই ক্যানসারের লক্ষণ নয় তো ? একে গ্যাসট্রিক ক্যানসারও বলা হয়ে থাকে ৷ পেটে ক্যানসার বা অন্য কোথাও ক্যানসার হলে সবার আগে হুহু করে ওজন কমছে? দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷
পেটে ক্যানসার হলে আক্রান্তকারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ৷ খাবার হজম না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷ কোনও কঠিন পরিস্থিতি হাজির হলে তা যাতে সহজেই মোকাবিলা করা যায় ৷ যদি কোনও সময়ে রক্ত বমি হয় সেক্ষেত্রে কোনও ভাবেই এড়িয়ে যাবেন না ৷ বা হাঁচি, কাশির সময়েও রক্ত নির্গত হয় অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে ৷ পেটে ক্যানসার হলে মল কালো রঙের হয়ে থাকে ৷ যদি কখনও মলের রঙের পরিবর্তন হয় সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে শুধরে নিন ৷ গলা বুকজলাও পেটের ক্যানসারের লক্ষণ হতে পারে ৷ কোনও ভাবেই পরিস্থিতি এড়িয়ে যাবেন না ৷ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিন ৷