Bangla24x7 Desk : Gangasagar Bridge : মুড়িগঙ্গার উপর ‘গঙ্গাসাগর সেতু’ ! কোটি টাকার এই সেতু দেখতে কেমন ? স্বাধীনতার ৭৭ বছর পর স্বপ্নপূরণ , সাগরদ্বীপের স্বপ্নপূরণ – দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গার উপর কংক্রিটের স্থায়ী সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। মসৃণ হবে সাগর যাত্রা। মুক্তি পাবেন সাগরদ্বীপের বাসিন্দারা। প্রায় ছ’বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার করার কথা বলেছিল রাজ্য। যার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবে সারা দিয়েও শেষপর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ কেন্দ্র করেনি বলে অভিযোগ। প্রস্তাবিত এই সেতু খানিকটা দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর মতো দেখতে। একদিকে কাকদ্বীপ। মুড়িগঙ্গার অপর প্রান্তে কচুবেড়িয়া। কাজে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক হাজার ৪৩৯ কোটি টাকা।
এই সেতু হবে কেবল-নির্ভর। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু। সেতুর সার্ভে, টেন্ডার, ডিপিআর সংক্রান্ত কাজও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই আর কেন্দ্রের অপেক্ষায় বসে থাকা নয়। রাজ্য সরকার নিজের উদ্যোগেই গঙ্গাসাগরের সেতু বানাবে। তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে’কাজে এগোল রাজ্য। এই সেতু হবে কেবল-নির্ভর। আগামী ৪ বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার সময়সীমা ধার্য করা হয়েছে।সেতু নির্মাণে রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি কিনতে হয়েছে এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হয়েছে রাজ্য সরকারকে। শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর , নাবার্ডের সহযোগিতায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় এই সেতু নির্মাণ হবে। সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই দরপত্র জারি করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত , ৬০ পাতার ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্টে বলা হয়েছে, চার লেনের হবে গঙ্গাসাগর সেতু।
Gangasagar Bridge : মুড়িগঙ্গার উপর ‘গঙ্গাসাগর সেতু’ ! কোটি টাকার এই সেতু দেখতে কেমন ?
Read More : Health Drink : দুধের কথা ভুলে যান ! ছোট্ট এই বীজ খান , পেয়ে যান ৮ গুণ বেশি ক্যালসিয়াম
প্রায় ছ’বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার করার কথা বলেছিল রাজ্য। যার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবে সারা দিয়েও শেষপর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ কেন্দ্র করেনি বলে অভিযোগ। প্রস্তাবিত এই সেতু খানিকটা দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর মতো দেখতে। একদিকে কাকদ্বীপ। মুড়িগঙ্গার অপর প্রান্তে কচুবেড়িয়া। মুড়িগঙ্গার উপরই চার কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হবে। কাজে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক হাজার ৪৩৯ কোটি টাকা।