Bangla24x7 Desk : ফের শহরে টাকার পাহাড়। এবার গড়িয়ায় গাড়িতে তল্লাশি চালিয়ে এক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এই টাকার উৎস কী ? তা জানতে শুরু হয়েছে তদন্ত। কলকাতায় আবার টাকা উদ্ধার। বালিগঞ্জের পর এবার দক্ষিণ কলকাতারই গড়িয়াহাটে উদ্ধার হল বান্ডিল বান্ডিল নোট। বৃহস্পতিবার গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে নগদ ১ কোটি টাকা। একই সঙ্গে ২ জনকে আটকও করেছে তারা। ধৃতদের গড়িয়াহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বেশ কিছুদিন ধরে শহরজুড়ে জারি তল্লাশি অভিযান। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধেয় গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালায় এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। ৯/৩ বি মুক্তি ওয়ার্ল্ডের বাইরে একটি গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষুচড়ক গাছ। উদ্ধার হয় নগদ ১ কোটি টাকা। ওই টাকার উৎস কী ? তা জানাতে পারেননি গাড়িতে থাকা কেউই। কোনও নথিও দেখাতে পারেননি। এই ঘটনায় এসটিএফের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। শহরে একের পর এক এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে।
ঘটনায় গাড়ির চালক দুলাল রায় ও মুকেশ সারস্বতকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুলাল রায়ের বাড়ি বেলগাছিয়া। মুকেশের বাড়ি কলকাতার যমুনালাল বাজার স্ট্রিটে। তবে তিনি রাজস্থানের। তদন্তকারীদের অনুমান, এই টাকার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। বড়বাজার ও পোস্তা এলাকা থেকে দফায় দফায় ৫০ লক্ষ এবং ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গড়িয়াহাট থানা এলাকা থেকে ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। তবে গোয়েন্দা সূত্রে খবর, তাদের কাছে গাড়ির নম্বর ছিল। গাড়িতে বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই এসটিএফ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা সাড়ে ৬টা নাগাদ গাড়িটিকে গড়িয়াহাট মোড়ের কাছে আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকার সন্ধান মেলে। এখনও টাকার গণনা চলছে।