Bangla24x7 Desk : অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ। তাতেই প্রাণ গেল গ্যাস বেলুন বিক্রেতা-সহ চারজনের। জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁরা প্রত্যেকেই নিমপীর হাসপাতালে ভরতি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাটরা গ্রামের ঘটনায় নেমেছে শোকের ছায়া। কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে৷

রবিবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের বাটরা গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে প্রচুর জনসমাগম হয়৷ রাস্তার ধারে গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার নামে এক ব্যক্তি৷ হঠাৎই গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদারের৷ রক্তাক্ত অবস্থায় চারপাশে ছিটকে পড়েন আরও বেশ কয়েকজন৷

পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে৷ নিহতেরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮) নামে আরও একজনের৷ এছাড়া অন্তত ১০জন জখম হয়েছেন। তাঁদের নিমপীঠ হাসপাতালে ভরতি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর এবং বকুলতলা থানার বিশাল পুলিশবাহিনী। কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তা খতিয়ে দেখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *