Bangla24x7 Desk : নতুন নতুন ফিচার এনে চমকে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ইউজারদের সুবিধার্থে যুক্ত হয়েছে গ্রুপ ভিডিও কল, ডিলিট মেসেজের মতো নানা ফিচার। এবার ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্টেটাস সেকশনটিকেও আপগ্রেড করার চিন্তাভাবনা করছে মেটা অধীনস্ত সংস্থাটি। তাই হয়তো অদূর ভবিষ্যতে ভেবে-চিন্তে স্টেটাস আপলোড করতে হবে আপনাকে।

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটস অ্যাপের কোনও স্টেটাসের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে ডেস্কটপের বিটা ভার্সান থেকে। স্টেটাস সেকশনে একটি নতুন মেনু যুক্ত হবে। যার মাধ্যমে সেই স্টেটাসটির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। হোয়াটস অ্যাপে হিংসা ছড়ানো কিংবা এই মেসেজিং অ্যাপের নিয়মভঙ্গ করে মেসেজ পাঠালে সেই মেসেজ অথবা ফোন নম্বরটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন ইউজাররা। হোয়াটস অ্যাপের মেনুতেই সেই অপশন রয়েছে। কিন্তু বর্তমানে স্টেটাস নিয়ে রিপোর্টের কোনও উপায় নেই। এবার সেটি যুক্ত হতে চলেছে বলেই খবর।

আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কোনও ব্যক্তি একটি অশালীন কিংবা হিংসা ছড়াতে পারে, এমন ভিডিও বা ছবি স্টেটাসে আপলোড করেছেন। আপনি বুঝতে পারছেন এধরনের স্টেটাস সমাজের জন্য ক্ষতিকর। কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। কিন্তু কিছু করতে পারছেন না। এবার পারবেন। তবে আপাতত ডেস্কটপ ভার্সানেই ‘রিপোর্ট স্টেটাস’ ফিচারটি চালু করার চিন্তাভাবনা করছে মার্ক জুকারবার্গের সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *