Bangla24x7 Desk : Ram Shine : অকাল দীপাবলি পালিত হবে দেশের সমস্ত স্টেশনে। এর মধ্যে যে সব রেল স্টেশনের নামের সঙ্গে জুড়ে রয়েছে রাম শব্দটি সেই সব স্টেশন বিশেষ ভাবে সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। দেশে প্রায় ৮ হাজার ৯১১ টি রেল স্টেশন রয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের রামপুরহাট, তামিলনাড়ুর রামেশ্বরম, উত্তরাখণ্ডের রামনগর, ঝাড়খণ্ডের রামকুণ্ড, বিহারের রামরূপনগর।
অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরম স্টেশন, কর্নাটকের রামগিরি, তেলেঙ্গানার রামগুন্ডম, রামকিষ্টপুরমের মতো রামনামের ছোঁয়া রয়েছে এমন স্টেশন গুলিকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশেরও বহু স্টেশন রয়েছে যে গুলির মধ্যে রামনামের ছোঁয়া রয়েছে। মোট ৩৪৩টি স্টেশনকে আলোয় সাজানো হবে। স্টেশনের নামের তালিকা সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্যের।
রেল মন্ত্রকের এক অফিসার বলেছেন, “২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের সমস্ত স্টেশনে প্রদীপ জ্বালানো হবে। ছোট-বড় সব স্টেশনই সেজে উঠবে আলোয়।” অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেজে উঠবে দেশের এই সমস্ত রেল স্টেশন। অযোধ্যার রামমন্দির দর্শনে পুণ্যার্থীদের জন্য ‘আস্থা স্পেশাল’ ট্রেনও চালু করা হবে। দেশ জুড়ে এমন ২০০টি ট্রেন চালু করা হবে। তবে কবে থেকে এইসব ট্রেন চালু করা হবে সেই দিনক্ষণ জানায়নি রেল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামলালার ছবি – আসল মূর্তি নয় ! সংশয় প্রকাশ প্রধান পুরোহিতের
Simple Tips : প্রতারকদের ফাঁদে পড়ে হারাবেন না সঞ্চয় , অনলাইন জালিয়াতি এড়াতে কিছু সহজ টিপস
Ram Shine : রাম নামের মহিমা , ‘রাম’ নামাঙ্কিত দেশের ৩৪৩ রেল স্টেশনকে প্রদীপজ্জল করে তুলবে ভারতীয় রেল
অনান্য খবর : – Ramlalas Life Established : রামলালার প্রাণ প্রতিষ্ঠা : আমন্ত্রিত তালিকায় রাম মন্দির মামলার রায়দানকারী ৫ বিচারপতি
অতিথি তালিকায় রয়েছেন বহু বিশিষ্ট আইনজীবীও। আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল , সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। সাধু-সন্ত, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ মোট ৭০০০ জন থাকবেন ওই তালিকায়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশেষ সচিব প্রোটোকল মেনে সবাইকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন। দীর্ঘদিনের আইনি জটিলতার পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি তুলে দেয় সরকার গঠিত ট্রাস্টের হাতে। কেন্দ্রীয় সরকারকে নির্দেশ Continue Reading