Bangla24x7 Desk : ‘‘তেলেঙ্গানায় গিয়ে শিখে আসুন। আপনারা সকলে তো যাবেনই, প্রতি মাসে জেলা থেকে পাঁচজন করে নেতাকে পাঠান তেলেঙ্গানায়, তাঁরাও শিখে আসুন।” বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লিতে দু’-দিনের বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলা নিয়ে একাধিকবার মুখ খুলেছে]ন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে মোদি তেলঙ্গানায় বিজেপি রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমারের কাজের ভূয়সী প্রশংসা করেন।
বাংলার নেতাদের সেখানে গিয়ে কীভাবে বিরোধী হিসেবে ভূমিকা পালন করতে হবে, জনসংযোগ করতে হবে তা শিখে আসতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ তাৎপর্যপূর্ণ। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি নেতারা যে প্রধান বিরোধী দল হিসেবে জনসংযোগ করতে পারছে না, এমন কোনও কর্মসূচি পালন করতে পারছে না যাতে মানুষের মনে দাগ কাটতে পারে, সেকথা ভালই বুঝতে পারছেন মোদি-সহ কেন্দ্রীয় নেতারা। তাই কর্মসমিতির বৈঠকে ঝিমিয়ে পড়া বঙ্গ বিজেপিকে উৎসাহ দিতে একাধিকবার বাংলার কথা উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশে রয়েছে, সেই বার্তাও দিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে।