Bangla24x7 Desk : দিন কয়েক আগেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সাইটটির পেরেন্ট বডি আলফাবেট ইন্ক জানিয়েছিল, খরচ কমাতে ১২ হাজার কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। কিন্তু এবার সামনে এল বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, সেই গণছাঁটাইয়ের কিছু দিন আগেই বিপুল বেতন বৃদ্ধি পায় গুগল সিইও সুন্দর পিচাইয়ের !

একদিকে যখন হাজার হাজার কর্মীকে বেকারত্বের দিকে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন নিজের বেতনের পরিমাণ আরও লোভনীয় করে তুলেছিলেন পিচাই। স্বাভাবিক ভাবেই তাই তাঁর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যে গত ডিসেম্বরেই নাকি একলাফে অনেকখানি বেতন বাড়ে পিচাইয়ের। প্রসঙ্গত , প্রতি তিন বছরে সিইওকে ইকুইটি কমপেনসেশন দেওয়া হয়। কিন্তু ২০১৮ সালে তা নিতে রাজি হননি পিচাই। কারণ নিজের বেতনে তিনি সন্তুষ্ট ছিলেন। তবে গণছাঁটাইয়ের মধ্যে পিচাইয়ের বেতন বৃদ্ধির খবর সামনে আসায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন পিচাই। পাশাপাশি কোম্পানির সিদ্ধান্তের সমস্ত দায়ও নিজের কাঁধে তুলে নেন তিনি। জানান, সংস্থায় কর্মীর সংখ্যা অতিরিক্ত। তাছাড়া প্রায় সব টেক সংস্থাই অত্যাধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার বাড়াচ্ছে। সেই কারণেই কর্মী নিয়োগের পিছনে খরচ কমানোর চিন্তাভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *