Bangla24x7 Desk : কলেজের পঠনপাঠন বন্ধ করে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের সরকারের বিজ্ঞপ্তি দেওয়া হল। কোন্নগরের হীরালাল পাল কলেজের এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা।

কোন্নগরের নবগ্রাম হীরলাল পাল কলেজ। এদিন কলেজে গিয়ে পড়ুয়ারা দেখেন, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের জন্য ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI) পালটা পোস্টার দেয়। তাতে লেখা – পড়াশোনা বন্ধ করে সরকারি অনুষ্ঠান মানছি না, মানব না। আরেকটি পোস্টারে লেখা – দুয়ারে সরকার ক্যাম্প কার স্বার্থ রক্ষা করে, প্রশাসন জবাব দাও। শুধু পোস্টার লিখেই ক্ষান্ত হননি পড়ুয়ারা। রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছেন।

শনিবার কলেজ পড়ুয়াদের বিক্ষোভে নবগ্রাম মোড় অবরুদ্ধ ছিল দীর্ঘক্ষণ। এসএফআইয়ের নেতৃ্ত্বে এই বিক্ষোভ থেকে স্লোগান ওঠে – শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দুয়ারে সরকার ক্যাম্প কার স্বার্থ রক্ষা করে, প্রশাসন জবাব দাও। তাঁদের সাফ দাবি, পড়াশোনা বন্ধ করে কলেজে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প করা চলবে না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *