Bangla24x7 Desk : প্রতিবারের মতো এবারও কালীপুজোয় মুখ‌্যমন্ত্রীর বাড়িতে একেবারে চাঁদের হাট। নিজে তদারকি করে পুজো সারলেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। এই দিনটিতে একেবারে অন‌্য ভূমিকায় দেখা যায় তাঁকে। প্রশাসক থেকে এদিন তিনি হয়ে ওঠেন ঘরের মেয়ে। আটপৌরে শাড়ি পরে পুজোর আয়োজন থেকে অতিথি আপ‌্যায়ণ , ভোগ রান্নার খুঁটিনাটি সব দিক দেখে নিয়ে পুজোয় বসেন। তবে এদিন তাঁর বাড়িতে বিশেষ অতিথি ছিলেন নতুন রাজ্যাপাল লা গণেশন।

সোমবার প্রথম সস্ত্রীক গণেশন আসেন মুখ‌্যমন্ত্রীর বাড়িতে। পুজোর আয়োজন ঘুরে দেখেন তিনি। মুখ‌্যমন্ত্রীর এমন সাধারণ জীবনযাপন দেখে রীতিমতো তাজ্জব রাজ‌্যপাল। বিস্ময় গোপন না করেই একসময় তিনি বলে বসেন, ‘এত ছোট ঘরে মুখ‌্যমন্ত্রী থাকেন!’এদিন সকালেই কলকাতা ফেরেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। চোখের জটিল অস্ত্রোপচার করাতে দুর্গাপুজোর মধ্যেই আমেরিকা যেতে হয়েছিল তাঁকে। সেখানে ১৯ তারিখ পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তারপর দেশে ফেরেন। চিকিৎসকদের পরামর্শে পুজোর হোম-যজ্ঞে অংশ না নিলেও পরিবারের সকলের সঙ্গে এদিন অঞ্জলি দিয়েছেন অভিষেক। ছিলেন তাঁর স্ত্রী রুজিরা ও দুই সন্তান।

এদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন মুখ‌্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে। অন‌্যান‌্যবারের মতোই আসেন মন্ত্রী-বিধায়ক, দলের জনপ্রতিনিধি, টলিউডের শিল্পীরা। আসেন রাজ‌্য ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ও শিল্পপতিরা। তার ফাঁকে ফাঁকেই হেঁশেলের খবর নেওয়া চলেছে মুখ‌্যমন্ত্রীর। পুজোর জন‌্য ভুনা খিচুড়ির ভোগ নিজে হাতে রেঁধেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *