Bangla24x7 Desk : রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশনের দাদার আশি বছরের জন্মদিনে যোগ দিতে ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের দাদার জন্মদিন ৩ নভেম্বর। আর সেখানে তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসতে পারেন ডিএমকে নেতা স্টালিনও। সেক্ষেত্রে মমতা-স্টালিন কথাও হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কালিপুজোয় সস্ত্রীক যোগ দিয়েছিলেন রাজ্যপাল। টালির চালে ছোট ঘরে মুখ্যমন্ত্রীর বাসস্থান দেখে কার্যত বিস্মিত হন লা গনেশন। আর তখনই নিজের দাদার আশি বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত রাজ্যপাল। মঙ্গলবার নিজের বাড়ির পুজোর দধিকর্মা অনুষ্ঠান শেষে একান্ত আলাপচারিতায় তাঁর চেন্নাই সফরের কথা জানান।
অবশ্য চেন্নাই যাওয়ার আগে ৩০ অক্টোবর কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ফিরে আসার পর আগামী ৫ নভেম্বর কলকাতায় নব্বান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও মুখ্যমন্ত্রীও থাকবেন।