Bangla24x7 Desk : বিতর্কের মাঝেই জাতীয় শিক্ষানীতি কার্যকর করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ইউজিসির নয়া নির্দেশিকায় বলা হয়, অনার্স-সহ স্নাতকের পাঠ শেষ করতে চার বছর সময় লাগবে পড়ুয়াদের। কিন্তু সমালোচনার মুখে পড়ে এবার খানিকটা নমনীয় অবস্থান নিয়েছে সংস্থাটি। ইউজিসি জানিয়েছে, নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকবে।
বুধবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার জানান, চার বছরের স্নাতক পাঠের ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকবে। নতুন ব্যবস্থায় স্নাতক পড়ুয়ারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে যোগ দিতে পারবেন। সাক্ষাৎকারে ইউজিসি-র চেয়ারম্যান কুমার আরও জানিয়েছেন, স্নাতকের সময়সীমা ৩ বছর হবে না ৪ বছর, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে তারা। উল্লেখযোগ্য ভাবে, চার বছরের স্নাতক কোর্সের পড়ুয়ারা মাস্টার্স না করলেও পিএইচডি করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী, প্রত্যেক বছরের পড়াশোনা শেষ করার পরে আলাদা শংসাপত্র দেওয়া হবে পড়ুয়াদের। কেন্দ্রের দাবি ছিল, আসলে পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও পড়ুয়া যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য, তাহলেও যেন নির্দিষ্ট শংসাপত্র থাকে তাঁর কাছে। নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে, এক বছর পড়াশোনা শেষ করলে তাঁকে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পরে ডিপ্লোমা পাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। তিন বছরের পড়াশোনার শেষে স্নাতকের ডিগ্রি পাবেন পড়ুয়ারা।
ইউজিসির বর্তমান নিয়ম অনুযায়ী, তিন বছর পড়াশোনার পরে নির্দিষ্ট নম্বর পেলেই অনার্স-সহ স্নাতক ডিগ্রি পাওয়া যায়। কিন্তু নয়া নিয়মে অনার্সের ডিগ্রি পেতে গেলে আরও এক বছর বেশি সময় দিতে হবে পড়ুয়াদের। সব মিলিয়ে চার বছর পড়াশোনা করে কৃতকার্য হলে তবেই অনার্সের ডিগ্রি পাবেন পড়ুয়ারা। নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসি কর্তারা জানিয়েছিলেন, “আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। গোটা দেশ জুড়ে অনার্স-সহ স্নাতকের একটাই নিয়ম থাকবে। সমস্ত বিশ্ব বিদ্যালয় সেটাই মেনে চলবে।”