Bangla24x7 Desk : গুজরাত নির্বাচনের প্রচার , মোদী-শাহ অনুপস্থিত থাকায় পিছিয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৭ ডিসেম্বরে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। কিন্তু এবার পিছোচ্ছে অধিবেশন।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়ে দিলেন, ৭ ডিসেম্বরে থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। এর ফলে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে। টুইট করে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানান কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে একাধিক বিল পাস করার অপেক্ষায় মোদি সরকার। অন্যদিকে বেশ কিছু প্রসঙ্গে কেন্দ্রের বিরোধিতায় সরব হবে বিরোধীরা। সাধারণত অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ৭ ডিসেম্বর সমস্ত দলের তরফে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।