Bangla24x7 Desk : বৃহস্পতিবারেই কার্যত লক্ষীলাভ। মাছ ধরতে বেরিয়ে মৎস্যজীবীদের জালে প্রায় ১৫ টি নেরেভোলা মাছ। হুগলী নদীর কাছে আগুনমারির চর এলাকায় মৎস্যজীবীদের জালে ওঠে এই মাছ। বিপুল পরিমাণ মাছ জালে ওঠায় খুশির হাওয়া মৎস্যজীবী পরিবারে।
স্থানীয় সূত্রে খবর , কুলপির বেলপুকুর পঞ্চায়েতের রাঙ্গাফলা জমাদার পাড়ার বাসিন্দা ২ জন জেলে ও ৩ জন মৎস্যজীবী ছোট নৌকায় করে জীবিকার তাগিদে রওনা দেন। মাছ ধরার সময় আগুনমারির চর এলাকা থেকে প্রায় ৫ ফুট লম্বা আনুমানিক ২০/২৫ কেজি ১৫ টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে।
তবে এই নেরেভোলা মাছ গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলেই অনুমান মৎস্যজীবীদের। মাছগুলিকে বরফ দিয়ে সংরক্ষণ করার পর মাছগুলিকে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে জেনিথ ফিস কর্পোরেশন মৎস্য আড়তে নিয়ে আসেন মৎস্যজীবীরা। সেখানে মূল্য নির্ধারণ করে বিক্রয়ের জন্য নিলামে ওঠে মাছগুলি। শেষ খবর পাওয়া অনুযায়ী , নিলামে প্রায় ৩৫০০ টাকা কেজি প্রতি দাম ওঠে মাছগুলির। মাছ কেনেন ব্যবসায়ী বিজয় সাউ।
মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর , কি ধরনের মাছ ধরা হবে তা আগে থেকে পরিকল্পনা করে গভীর সমুদ্রে যাত্রা করত ট্রলার গুলি। আগে নেরেভোলা মাছ ধরতে পরিকল্পনা করলেও বর্তমানে এই মাছ ধরতে আলাদা করে কোন পরিকল্পনা করে না মৎস্যজীবীরা। তবে কালেভদ্রে অন্যান্য মাছের সাথে বহুমূল্য নেরেভোলা মাছও ধরা পড়ে মৎস্যজীবীদের জালে।