Bangla24x7 Desk : আইনি সাহায্যের আছিলায় গৃহবধূকে ‘কুপ্রস্তাব’ , সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই আইনুল হক। তাঁর বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গোটা পুলিশমহল। যাঁর হাতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব, সেই পুলিশকর্মীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় জোর শোরগোল।
ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে গার্হস্থ্য হিংসার শিকার। দিনকয়েক আগে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ওই মহিলার বিস্তারিত অভিযোগ শোনেন। মোবাইল নম্বরও নেন। সেই অভিযোগের তদন্ত শুরু করেন হরিদেবপুর থানার এসআই আইনুল হক। মহিলার দাবি, গত সোমবার রাতে ওই মহিলার বাড়িতে যান হরিদেবপুর থানার এসআই আইনুল হক। তাঁকে কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। বাধ্য হয়ে ১০০ ডায়াল করে লালবাজারে ফোন করেন বধূ। অভিযোগ পাওয়ামাত্র ওই এসআইয়ের বিরুদ্ধে শুরু হয় বিভাগীয় তদন্ত।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে হরিদেবপুর থানার এসআইয়ের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, একে তো পারিবারিক অশান্তি নিয়ে কার্যচ জেরবার মহিলা। তার উপর আবার আইনি সাহায্য চাইতে গিয়ে কুপ্রস্তাব পাওয়ার পর থেকে কার্যত মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।