Bangla24x7 Desk : সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন হাসিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান ! মুজিব-কন্যা কি ভারতেই থাকবেন ? এএনআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমান। তবে সেই বিমানে ছিলেন না হাসিনা। ৭ জন সামরিক কর্তাকে নিয়ে ওই বিমান রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। বিমানের যাত্রাপথের দিকে ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা নজর রাখছে বলেও সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে। প্রাথমিকভাবে খবর, বাংলাদেশেই ফিরে যাচ্ছে বায়ুসেনার ওই বিমানটি।
প্রসঙ্গত, শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজেব জয় আমেরিকায় থাকেন। ভারতে থাকেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ। অন্যদিকে, হাসিনার বোন রেহানা ব্রিটিশ নাগরিক। তাঁর কন্যা ব্রিটেন সংসদের সদস্যও। ফলে রেহানার ব্রিটেনে আশ্রয় নিতে কোনও সমস্যা হবে না। তবে হাসিনা সেখানে আশ্রয় পাবেন নাকি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গতকালই যখন দেশ ছেড়েছিলেন, তখন শোনা গিয়েছিল লন্ডনে আশ্রয় নিতে পারেন হাসিনা। কিন্তু ব্রিটেন সরকার আপাতত আশ্রয় দিতে রাজি নয়, এমনটাই সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় যাবেন, তার দিকেই নজর সকলের।অসমর্থিত সূত্রের খবর, লন্ডনে আশ্রয় না পেলে, ইউরোপের কোনও দেশে আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা।