Bangla24x7 Desk : অনুব্রত মন্ডলের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর সেই চার্জশিট ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে,সেই চার্জশিটে সাক্ষী হিসবে নাম রয়েছে সাংসদ শতাব্দী রায়ের। সিবিআইয়ের পেশ করা ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট ৯৫ জনের নাম রয়েছে সাক্ষী হিসেবে। তবে শতাব্দীর নাম থাকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সিবিআই সূত্রে খবর, গোরুপাচার কান্ডে একটি ছোট জায়গায় উঠে এসেছে শতাব্দী রায়ের নাম। তদন্ত চলাকালীন বিভিন্ন সময়ে ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ১৬০ নম্বর ধারায় প্রথমে শতাব্দী রায়কে ডাকা হয় এবং এরপরে ১৬১ ধারায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়।তাঁর বয়ান রেকর্ড করার পরেই তাঁর নাম চার্জশিটে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অনুব্রত গ্রেফতারের পর তাঁর পাশেই দাড়িয়েছিলেন শতাব্দী। বিভিন্ন সভায় তিনি বলেন, অনুব্রতর কাছ থেকে যারা উপকার পেয়েছেন তাদের এখন অনুব্রতর পাশেই থাকতে হবে। তিনি বলেন, যখন কোর্টে যাব তখন জেনে নিও। দল অনুব্রতকে নিয়ে চলছে। আগামীতেও চলবে। এনিয়ে কোনও উত্তর আমি দেব না। উল্টে তিনি সাংবাদিকদেরই প্রশ্ন করে বসেন, আপনারা কী জানেন বলুন? অনুব্রতর পাশেই দল যে রয়েছে তার মরিয়া চেষ্টা এদিন শতাব্দী করেন।