Bangla24x7 Desk : পূর্বপরিকল্পিত একাধিক কর্মসূচি। কিন্তু শেষ মুহূর্তে মায়ের আকস্মিক প্রয়াণে সশরীরে তাঁর কলকাতায় আসা আপাতত স্থগিত। তবে ব্যক্তিগত শোকের মাঝেও তিনি কর্তব্যে অবিচল। নির্ধারিত কর্মসূচির কোনওটাই বাতিল হচ্ছে না। গান্ধীনগরে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার পর সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর জোকা-তারাতলা মেট্রোপথে সূচনা হবে প্রধানমন্ত্রী মোদির হাতেই। গান্ধীনগর থেকে রিমোটে তিনি উদ্বোধন করবেন কলকাতার নয়া মেট্রোপথের। এরপর সাড়ে ১১টা নাগাদ হেস্টিংসের আইএনএস নেতাজিতে গঙ্গা পরিষদের বৈঠকেও ভারচুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। গঙ্গা পরিষদের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরা সকলে শুক্রবার রাতেই কলকাতায় চলে এসেছেন।