Bangla24X7 Desk :মাঝরাতে দিল্লিতে অনুব্রতকে নিয়ে জোর নাটক। ইডি-র সদর দফতর থেকে ভার্চুয়ালি অনুব্রত মণ্ডলকে রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রাকেশ কুমারের সামনে পেশ করা হয়৷ কিন্তু ভার্চুয়াল এই শুনানি নিয়ে আপত্তি জানান অনুব্রতর আইনজীবীরা৷ এর পরেই মাঝরাতে অনুব্রত মণ্ডল সহ দু’ পক্ষের আইনজীবীকে নিজের বাড়িতে ডেকে পাঠালেন বিচারক৷ ফলে নজিরবিহীন ভাবে অনুব্রতকে নিয়ে বিচারকের বাড়িতেই শুনানি বসতে চলেছে৷

বিচারকের এই নির্দেশ পাওয়ার পরই অনুব্রত মণ্ডলকে নিয়ে মাঝরাতে ইডি দফতর থেকে বেরোন তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ রাত সাড়ে বারোটার পরে বিচারক রাকেশ কুমারের বাসভবনে শুরু হতে পারে অনুব্রত মামলার শুনানি৷ বিচারক জানান, অনুব্রত মণ্ডলকে সশরীরে তাঁর বাসভবনে হাজির করতে হবে৷ দু’ পক্ষের আইনজীবীকেও সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি৷

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *