Bangla24x7 Desk : Heritage Durga Puja : দক্ষিণ ২৪ পরগণার ‘এই’ জমিদার বাড়ির দুর্গাপুজোয় আমন্ত্রিত থাকতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা ! সময়ের সাথে হারিয়ে গিয়েছে অতীতের সোনালী ঐতিহ্য । আজ আর নেই জমিদারি প্রথা। নেই জাঁকজমকতার বাহার। বিশাল দুর্গা দালানের মুখ ঢেকেছে লতা পাতার আস্তরণে। দেওয়াল বেয়ে উঠেছে গাছের শিকড়। দেওয়ালে প্লাস্টারের আস্তরণ বেরিয়ে দেখা দিয়েছে পলেস্তরা। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফলতার দেব সরকার বাড়ির ঠাকুর দালানের একাংশ।
জনশ্রুতি অনুসারে , প্রায় ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলা স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসের সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার ফলতার মালা গ্রামের দেব সরকার পরিবার। চারণ কবি মুকুন্দ দাসের পদধূলিধন্য দেব সরকার বাড়ীর দালানের প্রত্যেকটি ইঁটের খাঁজে আজও রয়ে গেছে জমিদারি জৌলুষের গন্ধ। অতীতের সেই ঐতিহ্য এখনও পর্যন্ত ধরে রেখেছে দেব সরকার বাড়ির বর্তমান প্রজন্ম। দেব সরকার পরিবারের দুর্গাপুজো ২৭৯ বছরের প্রাচীন। প্রতি বছর নন্দোৎসবের দিন প্রাচীন কাঠামোর উপর ‘কাঠামো পূজা’। পূজার আগে দেব সরকার বাড়ির দূর্গা দালানে সাজো সাজো রব। পারিবারিক বিশেষত্ব হিসাবে এখানে একটি সুপ্রাচীন বেল গাছে দেবীর বোধন হয়।
দুর্গা প্রতিমার সাথে একই কাঠামোতে অন্যান্য বিগ্রহ। প্রতিমা নির্মাণ থেকে মৃৎ শিল্পী – সবকিছুতেই বংশ পরম্পরা। পলাশীর যুদ্ধের প্রাক্কালে দেব সরকার বংশের উত্থান। জনশ্রুতি অনুসারে , কলকাতার সম্ভ্রান্ত ব্যাবসায়ী পরিবারের সদস্য বিহারীলাল দেব , আনুমানিক ৩৫০ বছর আগে তিনি এসেছিলেন ফলতার মালা গ্রামে। মালা গ্রামের নাগ বংশের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যবসা এবং জমিদারী বৃদ্ধির পর বিহারীলাল দেবের পুত্র কালিকৃষ্ণ দেব আনুমানিক ১১৫২ সালে প্রথম এই অঞ্চলে দুর্গা পূজার প্রচলন করেন।
Heritage Durga Puja : দক্ষিণ ২৪ পরগণার ‘এই’ জমিদার বাড়ির দুর্গাপুজোয় আমন্ত্রিত থাকতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা !
Read More : Folk Culture : পশ্চিমী সংস্কৃতির দাপট ! প্রাচীনতার শিকড় ছিঁড়ে ক্রমশ অবলুপ্তির পথে বাংলার লোকসংস্কৃতি
ব্রিটিশ আমলে স্বদেশী আন্দোলনের পৃষ্ঠভূমি হিসেবে পরিচিতি লাভ করে এই দেব সরকার বাড়ি। বলা যেতে পারে , ভারতের স্বাধীনতা আন্দোলনে পটভূমি হিসাবে ফলতা এলাকারই বিশেষ গুরুত্ব রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘সরকার’ উপাধিতে ভূষিত করেন। তখন থেকে এলাকায় দেব সরকার নামে পরিচিত হয় এই পরিবার। দেব সরকার বাড়িতে দুর্গাপূজার সময় আমন্ত্রিত থাকতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা। তবে সুবিশাল এই জমিদার বাড়িতে আজ নেই কোনো কোলাহল। নেই কোনো উদ্দীপনা। তবে বছরভোর নিস্তব্ধ থাকলেও পূজার কটা দিন বাড়ির দুর্গা দালানের ঝলমলে আলোকসজ্জা ও ঢাকের বোলে দেব সরকার পরিবারের দুর্গাপূজা হয়ে ওঠে বেশ আকর্ষণীয়।