Bangla24x7 Desk : Higher Secondary : সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা – উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বদল শিক্ষা সংসদের । উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও সহজ করার লক্ষ্য – সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা করতে চায় শিক্ষা দপ্তর। কিন্তু কীভাবে হবে নয়া পরিকল্পনার বাস্তবায়ন ? দায়িত্বভার গ্রহণ করেই নয়া পরিকল্পনা ঘোষণা করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কি বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ? সূত্রের খবর , মাধ্যমিক পাশের পর যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নয়া পরিকল্পনার সম্মুখীন হবে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে একাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের।
জাতীয় শিক্ষানীতি অনুসারে , মোট চারটি সেমিস্টারে পরীক্ষা – যা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমকে মোট চারটি সেমিস্টারে ভাগ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর সমস্তটাই করা হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে। কিন্তু নয়া পাঠক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে কে ? জানা যাচ্ছে , এর জন্য গঠিত হয়েছে একটি কমিটি , নয়া পাঠক্রমের বিষয়ে সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর সংসদ সূত্রে। তবে পাঠক্রম পরিমার্জন করেছে সংসদ , ইতিমধ্যেই সংসদে জমা পড়েছে পরিমার্জিত সিলেবাসের খসড়া।
জাতীয় শিক্ষানীতি অনুসারে , মোট চারটি সেমিস্টারে পরীক্ষা – যা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে। উল্লেখ্য, একাদশ শ্রেণীতে দুটি ও দ্বাদশ শ্রেণীতে দুটি – মোট চারটি সেমিস্টারে পরীক্ষা। তবে এখানে রয়েছে একটি বিষয় – একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার , যা নেবে নির্ধারিত স্কুলগুলি , অপরদিকে দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার – যা নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরিবর্তিত সিলেবাস জানুয়ারি মাসে প্রকাশ্যে আনবে সংসদ। তবে কেন না বিবেচনা করেই নতুন সিলেবাসে তাহলে পড়াশোনা শুরু হল ? প্রশ্ন শিক্ষকদের।
Higher Secondary : সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা – উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বদল শিক্ষা সংসদের
Read More : Gangasagar Bridge : ১৪৩৯ কোটি ব্যয়ে সেতু নির্মাণ , গঙ্গাসাগরকে স্বপ্নের প্রকল্প উপহার মমতার
কি বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ? সূত্রের খবর , মাধ্যমিক পাশের পর যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নয়া পরিকল্পনার সম্মুখীন হবে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে একাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমকে মোট চারটি সেমিস্টারে ভাগ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর সমস্তটাই করা হয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে। কিন্তু নয়া পাঠক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে কে ? জানা যাচ্ছে , এর জন্য গঠিত হয়েছে একটি কমিটি , নয়া পাঠক্রমের বিষয়ে সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর সংসদ সূত্রে।