Bangla24x7 Desk : মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা তৎসহ ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাধিক জেলা। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, প্রশাসন সূত্রে এমনটাই খবর। আগামী ২৫ আগস্ট অবধি গোটা রাজ্যে ভূমিধসে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে আপাতত বন্ধ পর্যটন। গোহার উন্নয়ন ব্লকের কাশান গ্রামের একটি পরিবারের ৫ সদস্যের ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কারণে এখনও দেহ উদ্ধার করা যায়নি। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করতে পেরেছে প্রশাসন।

রাজ্যের হামিরপুর জেলায় আকস্মিক বন্যার পরে এলাকায় আটকে পড়া ২২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, জানানো স্থানীয় প্রশাসনের তরফে। এদিকে চাম্বা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটানা ভারী বৃষ্টিতে সেখানে বাড়ি ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মান্ডিতে এক নাবলিকার দেহ মিলেছে।বন্যার জলের তোড়ে ভেসে গিয়ে ও ধস নেমে আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে উদ্ধার হয় নাবালিকার দেহ। পরিবারের বাকি পাঁচ সদস্যও বন্যার জলে ভেসে গিয়েছে, মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *