Hiran Chatterjee : বিজেপি বিধায়কের মুখে মমতার পুলিশের 'গুণগান' !

Bangla24x7 Desk : Hiran Chatterjee : বিজেপি বিধায়কের মুখে মমতার পুলিশের ‘গুণগান’ ! ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। তারই প্রচারে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে লালদীঘি এলাকায় প্রচারে আসেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। 

হিরণের সাফ কথা, “কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছ’টা আসনের মধ্যে সবক’টাতেই জিতব। কিন্তু, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুঠ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে!” এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী ?” প্রসঙ্গত, উপনির্বাচনের আগে হাতে বাকি আর ক’টা দিন। শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। আরজি কর আবহে একদিকে যেমন ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, অন্যদিকে একই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনও ছাড় দিতে নারাজ বিজেপিও। এমতাবস্থায় হিরণের মন্তব্যে রাজনীতির পাড়ায় শুরু নতুন চাপানউতোর। 

হিরণের সাফ কথা, “কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছ’টা আসনের মধ্যে সবক’টাতেই জিতব। কিন্তু, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুঠ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে!” এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী ?” প্রসঙ্গত, উপনির্বাচনের আগে হাতে বাকি আর ক’টা দিন। শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। আরজি কর আবহে একদিকে যেমন ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, অন্যদিকে একই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনও ছাড় দিতে নারাজ বিজেপিও। এমতাবস্থায় হিরণের মন্তব্যে রাজনীতির পাড়ায় শুরু নতুন চাপানউতোর। 

Hiran Chatterjee : বিজেপি বিধায়কের মুখে মমতার পুলিশের ‘গুণগান’ !

Read More : Dengue : খাস কলকাতায় আর জি কর হাসপাতালে মৃত্যু যুবকের

প্রসঙ্গত, উপনির্বাচনের আগে হাতে বাকি আর ক’টা দিন। শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। আরজি কর আবহে একদিকে যেমন ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, অন্যদিকে একই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনও ছাড় দিতে নারাজ বিজেপিও। এমতাবস্থায় হিরণের মন্তব্যে রাজনীতির পাড়ায় শুরু নতুন চাপানউতোর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *