Bangla24x7 Desk : “Horn Ok Please” – রাস্তাঘাটে ট্রাকের পিছনে এই লেখাটা লক্ষ্য করেছেন কখনও ? জানেন এর অর্থ কি ?  দেশে ট্রাকের পিঠে নানা ধরনের কবিতা ও স্লোগান লেখার প্রবণতা বিগত বহু বছর ধরে চলে আসছে। যাই হোক, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল “Horn Ok Please” যা ছোট থেকে বড় সব ধরনের ট্রাকের পিছনে দেখা যায়। যদিও ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ লেখার অনেক অর্থ রয়েছে, তবে সবচেয়ে সাধারণটি হল ওভারটেক করার আগে হর্ন বাজিয়ে সতর্ক করা। ট্রাকগুলো বড় এবং ভারী তাই সেগুলোকে দ্রুত ঘোরানো কঠিন। এমতাবস্থায় পেছন থেকে আসা কোনও যানবাহনকে সামনের কোনও ট্রাককে ওভারটেক করতে হয়, এক্ষেত্রে হর্ন বাজালে ট্রাকচালক জানতে পারেন যে, পেছন থেকে আসা গাড়িটি ওভারটেক করতে চায় এবং ট্রাকচালক ওই যানটিকে অতিক্রম করে যেতে দেন।

“Horn Ok Please”- এ ওকে লেখার অনেক কারণ দেওয়া আছে। যার অন্যতম কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের তীব্র ঘাটতি। এমতাবস্থায়, ট্রাকগুলি কেরোসিনে চলত এবং তাদের পিছনের পাত্রে কেরোসিন রাখা ছিল যা অত্যন্ত দাহ্য ছিল। তাই পেছন থেকে আসা যানবাহনকে সতর্ক করার জন্য ট্রাকের পেছনে OK অর্থাৎ অন কেরোসিন লেখা ছিল। এর আরেকটি কারণ হল, প্রাচীনকালে বেশিরভাগ রাস্তাই সরু ছিল এবং যানবাহনের একে অপরকে ওভারটেক করার জন্য খুব কম জায়গা ছিল। এই কারণে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। এমতাবস্থায়, বড় ট্রাকের পিছনে হর্ন ওকে প্লিজ লেখা থাকত এবং ওকের উপরে একটি বাল্বও থাকত। যেটি ট্রাকচালক তার পেছনের গাড়িটিকে ওভারটেক করার সংকেত হিসেবে জ্বালিয়ে দেন। এতে পেছনের যানবাহনের পক্ষে ওভারটেক করা সহজ হত। এই লাইনটি এতটাই বিখ্যাত যে, এর উপর বলিউডের একটি ছবিও তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *