Bangla24x7 Desk : ‘কত বড় VIP’ – আদালতের বিচারকের ভর্ৎসনার মুখে ফিরহাদ হাকিম ও মদন মিত্র। আদালতে দেরি করে আসায় পিএমএলএ কোর্টের বিচারকের ভর্ৎসনার মুখে ফিরহাদ হাকিম ও মদন মিত্র। বিচারকের প্রশ্ন, “কত বড় ভিআইপি হয়ে গিয়েছেন যে আপনাদের জন্য বিচারককে অপেক্ষা করতে হবে?” যদিও মদন মিত্র জানিয়েছেন , যানজটের জন্য় আদালতে পৌঁছতে দেরি হয়েছে তাঁর। এই দেরি ইচ্ছাকৃত নয়।

এদিন সকালে সঠিক সময় শোভন চট্টোপাধ্যায় আদালতে পৌঁছে গেলেও পৌঁছতে পারেননি ফিরহাদ ও মদন। যা ঘিরে রাজ্যের দুই বিধায়ককে ভর্ৎসনা করলেন বিচারক। পিএমএলএ আদালতের বিচারকের প্রশ্ন, “আপনারা কতটা ভিআইপি হয়ে গিয়েছেন যে বিচারককে অপেক্ষা করতে হবে?” এরপর তাঁর আরও সংযোজন, কেউ সময়ে না পৌঁছলে তাঁকে কীভাবে তুলে আনতে হয় তা জানা আছে। একুশের ভোটের ফল প্রকাশের পরই নারদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা চলছে। সেই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার বিধানগরের পিএমএলএ আদালতে পৌঁছনোর কথা ছিল তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *