Bangla24x7 Desk : রাজ্যের এই জেলায় মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি করছে এই নিয়োগ। এই পদে আবেদন করতে আগ্রহী হলে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
Medical Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের পদ্ধতি: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ে বসতে হবে।
নিয়োগকারী সংস্থা: ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি (DHFWS)
পদের নাম: স্পেশ্যালিস্ট, জেনারেল ডিউটি, মেডিক্যাল অফিসার
কর্মস্থল: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে হাওড়া জেলায় নিয়োগ করা হবে।
DHFWS Vacancy Details
Ophthalmic Assistant (under NPCB & VI) 03
Staff Nurse (National Urban Health Mission – NUHM) 06
GNM (NRC) 01
GNM (Thalassemia Control Programme) 01
Psychiatric Nurse/ Community Nurse in DMHP 01
Total 12
Howrah Jobs: বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভারতীয় হতে হবে |
আবেদন মূল্য: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নির্বাচনের পদ্ধতি: একবার আবেদনকারীদের ফর্ম যাচাই হওয়ার পরে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা নির্বাচন করা হবে।