Bangla24x7 Desk : তিনবার বিবাহ এবং তারপরে বিবাহ বিচ্ছেদ; এইসব নিয়েই বেশ শোরগোল থাকে তার সমালোচনার পাতা। এমনকি তার চতুর্থ বিয়ের নিয়েও উৎসুক হয়ে আছে নেটবাসীরা! এরই মাঝে এক বিস্ফোরক মন্তব্যের দ্বারা কটাক্ষের স্বীকার হলেন অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ ।
চতুর্থ বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “তিনি এখন বেশ ভালোই আছেন তার বন্ধু-বান্ধব, পরিবারকে নিয়ে। তবে এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন তিনি”। তবে এরপরই এক বিস্ফোরক মন্তব্য সে করে; তিনি বলেন, “আমি এখনো ভার্জিন, আমার দুঃখ-কষ্ট বোঝার কেউ নেই”! এই নিয়ে রীতিমতো হাসির রোল ওঠে নেটদুনিয়ার পাতায়। বিভিন্ন ব্যাপারে কটাক্ষের মুখে পরেন অভিনেত্রী, এটি তার মধ্যে এক অন্য মাত্রায় চলে গেছে।
যদিও এইসব ব্যাপারে খুব একটা পাত্তা দেন না তিনি, নিজের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন। তার হাতে রয়েছে এখন বেশ কয়েকটি ছবি, তার মধ্যে অন্যতম ‘হাঙ্গামা ডট কম’। এই ছবির শুটিংয়ে কিছুদিনের জন্য কালিম্পং পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী।