Bangla24x7 Desk : সকালে কলকাতায় পৌঁছেই বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। দুপুরে পৌঁছলেন বাঁশদ্রোণীর ফ্ল্যাটে। সেখান থেকেই মুখ খুললেন এসএসসি দুর্নীতি ইস্যুতে। সিবিআইয়ের উপর ভরসা রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমার আমলে কোনও দুর্নীতি হয়নি।”

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির পর শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে জোরকদমে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। নাম জড়াচ্ছে প্রভাবশালীদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় সিবিআই। ১০-১২ জনের তদন্তকারী দল উপাচার্যের কোয়ার্টার এবং দপ্তরে তল্লাশি চালায়। ৯ ঘণ্টা তাঁকে জেরা করা হয় বলে খবর। এদিকে তাঁর দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফ্ল্যাটে যে ঘরে থাকতেন সুবীরেশ সেটি সিল করে দেওয়া হয়।

এদিন সুবীরেশ ভট্টাচার্য জানান, সিবিআইয়ের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, “সিবিআই তদন্ত করছে। আমার তদন্তে সম্পূর্ণ  আস্থা রয়েছে। একটা প্রশ্ন উঠছে স্ক্যান সিগনেচার নিয়ে। হাজার হাজার মার্কশিট ওই পদ্ধতিতে তৈরি হয়। কেউ সেটা পরবর্তীতে ব্যবহার করলে কে কী করতে পারে ? পদ্ধতিগত ত্রুটি হতে পারে। কিন্তু আমার আমলে কোনও দুর্নীতি হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *