Bangla24x7 Desk : ফের বিতর্কে দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান উঠতেই পাল্টা তিনিও তৃণমূল কর্মীদের বুকে পা তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিলেন! এমনকি, জিভ টেনে ছিঁড়ে নেওয়ারও হুমকি দেন তিনি। সবমিলিয়ে শুক্রবার সকালে ঘটনাবহুল পূর্ব মেদিনীপুরের নারায়ণগড়। এদিন সকালে বেলদা বাজার-স্টেশন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে মর্নিং ওয়াকে বের হন দিলীপ ঘোষ। তখন স্থানীয় বিধায়ক সূর্যকান্ত আঢ্যর বাড়ির থেকে ঢিলছোঁড়া দূরত্বে সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান একজন তৃণমূল কর্মী-সমর্থক। ওঠে ‘গো-ব্যাক’ স্লোগান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় গিয়েছেন দিলীপ ঘোষ। রাতে এক কর্মীর বাড়িতেই ছিলেন তিনি। শুক্রবার সকালে বেলদা এলাকায় প্রাতঃভ্রমণে বের হন তিনি। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। একদল লোক বিজেপি সাংসদকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান তোলেন। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগও জানান তাঁরা। পালটা মন্তব্য করেন দিলীপ ঘোষও। তাঁদের বুকে পা তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এরপর মজার ছলেই দিলীপ আবার বিক্ষোভকারীদের চা খাওয়ানোর কথাও বলেন। খোঁচা দেন কাটমানি প্রসঙ্গ তুলে সাতসকালে এই অশান্তির খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় বিক্ষুব্ধদের এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হন তাঁরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে তৃণমূলের এই বিক্ষোভকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ । তাঁর কথায়, “বেলদার লোকজন এমপি দেখেনি কোনওদিন তাই আমাকে দেখতে এসেছে। আগের সাংসদরা তো এলাকায় আসতো না। এখানে সমস্যার কিছু নেই।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *