Bangla24x7 Desk : Khela Hode Slogan : “আমি অল আউট খেলায় খেলব , অল আউট জিতব” – আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান। একুশের বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগান। ধীরে ধীরে সেই স্লোগান ছড়িয়ে পড়ে আম বাঙালির রোজকার আড্ডা-আসরেও। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার জন্য ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মঞ্চ থেকেই শনিবার আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। মতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়ে দেন, ২১ লক্ষ টাকা না পাওয়া ১০০ দিনের শ্রমিককে ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মমতা।
রাজনৈতিক মহলের একাংশ বলছে, মমতা এদিন ধরনামঞ্চ থেকে খেলা হবে স্লোগান দিয়েছেন। এই ঘোষণা থেকেই সে ‘খেলা’ হয়ত বা শুরু হয়ে গেল। লোকসভা ভোটের আগে এদিন প্রথম মাস্টারস্ট্রোকটা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
Khela Hode Slogan : “আমি অল আউট খেলায় খেলব , অল আউট জিতব” – আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান
LK Advani : ‘ভারতরত্ন’ সম্মানে সম্মানিত হতে চলেছেন পদ্ম শিবিরের ‘মার্গদর্শক’ লালকৃষ্ণ আডবাণী
Jharkhand : ঝাড়খণ্ডে ‘অপারেশন লোটাস’ ! হেমন্তের কারাবাসের পর নিখোঁজ ৪ বিধায়ক
অনান্য খবর : – Of Recruitment : আড়ালে থেকে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থই ! – আদালতে দাবি সিবিআইয়ের
সি বি আই জানায় , “কাকে নিয়োগ করা হবে আর কাকে বাদ দেওয়া হবে গোটাই ছিল পরিকল্পনা। যাঁরা সঙ্গ দিতেন না তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হত। বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ এমন ভাবে করতেন যাতে ‘পিকচারে’ না থাকেন।” পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী অবশ্য সি বি আইয়ের অভিযোগ খারিজ করেছে। তাঁর দাবি , পার্থ যাঁদের সরিয়েছেন বলে সি বি আই দাবি করছে পরে তাঁদেরই বাগ কমিটির রিপোর্টে বা খোদ সি বি আইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।
শনিবার আলিপুরে সি বি আই য়ের বিশেষ আদালতে পার্থের জামিনের মামলার শুনানি ছিল। পার্থের আইনজীবী আরও বলেন, ‘‘সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না। এ বিষয়ে সম্পূর্ণ চার্জশিট এখনও সিবিআই দেয় নি বলে জানান তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বছরখানেক জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিজেকে Continue Reading