Bangla24X7 Desk : ফের আদালতে অসুস্থতার কথা জানিয়ে জামিনের আরজি করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বললেন, “মরেই যদি যাই, বিচার করে লাভ কী।” এদিকে অর্পিতা মুখোপাধ্যায় ফের দাবি করলেন তিনি নির্দোষ। এদিন পার্থ বলেন, “আমি অনেক কিছু বলতে চাই। কোর্টে আসতে চাই। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে জানাব।”
তাঁর প্রশ্ন , “৮ মাস হয়ে গেল এভাবে আর কতদিন চলবে ?” বিচারক জানিয়েছেন, উকিলের সঙ্গে কথা বলে আদালতে গিয়ে পার্থ বাবু তাঁর বক্তব্য জানাতেই পারেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। বর্তমানে তাঁদের ঠিকানা জেল। মঙ্গলবার ভারচুয়ালি আদালতে পেশ করা হয় পার্থ ও অর্পিতাকে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় জানান তাঁর অসুস্থতার কথা। বলেন, “আমার শরীর ভাল নেই। পা ফুলে উঠছে। জেলে চিকিৎসার ব্যবস্থা নেই। যদি মরেই যাই তাহলে আর বিচার করে লাভ কী।”