Bangla24x7 Desk : ভারতেই কি পাকাপাকিভাবে থেকে যাবেন হাসিনা ? নাকি ভারত কেবল সাময়িক ঠিকানা, দিন কয়েকের মধ্যেই অন্য দেশে পাড়ি দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ? ভারত আশ্রয় না দিলে কোন কোন দেশে যেতে পারেন আশ্রয়হীন শেখ হাসিনা ? সূত্রের খবর, লন্ডনে যেতে চান শেখ হাসিনা। সোমবার রাতেই তিনি ভারত থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটেন সরকার এখনই তাঁকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনকে কেন্দ্র করে যে হত্য়ালীলা চলেছে, তা রাষ্ট্রপুঞ্জের তত্বাবধানে তদন্তের দাবি করেছে ব্রিটেন সরকার। এরপরই জল্পনা, হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন।

অসমর্থিত সূত্রে খবর, লন্ডনেই যাওয়ার গোঁ ধরে বসে আছেন হাসিনা। এর পিছনে অনেক কারণও রয়েছে। হাসিনার বোন রেহানা ব্রিটিশ নাগরিক। তাঁর ভাইঝি তথা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সংসদ সদস্য। তাদের নিজস্ব ঠিকানাও রয়েছে লন্ডনে। সেই কারণে লন্ডনেই যেতে চান হাসিনা। প্রসঙ্গত, ভারত সহ একাধিক দেশই আন্তর্জাতিক চুক্তির অধীনে রয়েছে, যেখানে যুদ্ধাপরাধী বা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের আশ্রয় দেওয়া যায় না। বেলারুশে এমন কোনও নিয়ম না থাকায়, নিরাপদ আশ্রয় হিসাবে এই দেশকে বেছে নিতে পারেন হাসিনা। আন্দোলনকারী ছাত্রদের আইনজীবী অনিক হক ‘দ্য ওয়্যার’-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, লন্ডন নয়, শেখ হাসিনা যেতে পারেন বেলারুশে। তাঁর দাবি, বেলারুশে যেহেতু যুদ্ধপরাধী আইনে অভিযুক্তদের বিতাড়িত করার কোনও চুক্তি বা নিয়ম নেই। সেই কারণেই সে দেশে আশ্রয় নিতে পারেন হাসিনা।

বেলজিয়ামের পাশাপাশি ফিনল্যান্ডেও আশ্রয় চাইতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অসমর্থিত সূত্রে খবর, লন্ডনে ঠাঁই না পেলে, আমেরিকা যাওয়ার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। তাঁর ছেলে সাজিব আমেরিকাতেই থাকেন। তবে আমেরিকা এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। মুসলিম শাসিত রাষ্ট্র হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা। শোনা যাচ্ছে, বেলজিয়ামেও আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *